পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার (বিভিন্ন জেলায় ) একনই আবেদন করুন




বিভিন্ন জেলায় পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার দেখুন নিচে 👇














অনলাই মাধ্যমে আবেদন করতে নিচে ক্লিক করুন 









পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার (Palli Bidyut Job Circular 2025) কর্তৃপক্ষ হতে ০৯, ১০ ও ১৭ এপ্রিল ২০২৫ ইং প্রকাশ হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি মোট ০৪+০২+১২ জনকে ০২+০২+০৪ টি জব ক্যাটাগরি পদে যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চাকরির দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ প্রকাশ করা হয়েছে।

সরাসরি/ডাকযোগে/অনলাইনে পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন করা লাগবে। পল্লী বিদ্যুৎ চাকরিতে আবেদন করার শেষ সময় ৩০ এপ্রিল ও ১৫ মে ২০২৫ ইং

সার্কুলারের তারিখ ও সময়


প্রকাশের তারিখ: ০৯, ১০ ও ১৭ এপ্রিল ২০২৫ ইং।

আবেদন করার শুরুর তারিখ: ০৯, ১০ ও ১৭ এপ্রিল ২০২৫ ইং

আবেদন করার শেষ তারিখ: ২৯, ৩০ এপ্রিল ও ১৫ মে ২০২৫ ইং


সার্কুলারে শূন্য পদের সংখ্যা

পল্লী বিদ্যুৎ সমিতি মোট ০২+০২+০৪টি জব ক্যাটাগরি পদে ০৪+০২+১২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।


পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ সার্কুলার

শর্ত সাপেক্ষে ০২+০২+০৪টি জব ক্যাটাগরিতে ০৪+০২+১২ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য পল্লী বিদ্যুৎ আহবান করেছে।

পল্লী বিদ্যুৎ চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে  ও ৩০ (ত্রিশ) বৎসরের মধ্যে (কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ১৮ বৎসর ও সর্বোচ্চ ৩২ বৎসর) নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

পল্লী বিদ্যুৎ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পল্লী বিদ্যুৎ চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র সরাসরি/ডাকযোগে গ্রহণ করা হবে। পল্লী বিদ্যুৎ চাকরির সরাসরি/ডাকযোগে আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলবে। এই সময়ের মধ্যে https://reb.gov.bd/ প্রবেশ করে নোটিশ বোর্ড (Notice Board) থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।

তারপর শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ০৩ কপি রঙিন সত্যায়িত ছবি, (Passport Size Photo) দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।

অবশ্যই আবেদন পত্র ও খামের উপর সুস্পষ্টভাবে পদের নাম ও বিষয়ে উল্লেখ থাকবে। অবশ্যই নির্দিষ্ট সময়ে (আবেদন চলাকালীন সময়ে) অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে (দাখিল করতে হবে)।

এছাড়াও পল্লী বিদ্যুৎ চাকরির আবেদন ফি (Application Fee) অফিসিয়াল সার্কুলারের নির্দেশনা মোতাবেক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে। আবেদন ফি পূরণ করার পদ্ধতি পরিষ্কারভাবে অফিশিয়াল সার্কুলার ইমেজে উল্লেখিত রয়েছে।

আমরা আরো পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।

Open Multiple Links

Links are opening...

Fullscreen Ad

সম্পূর্ণ সার্কুলার দেখুন

আবেদন করুন

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post